সিটিজেন চার্টার
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ঝিনাইদহ জেলা ও উপজেলা কর্তৃক প্রদেয় সেবা সমূহঃ
১। সহায়ক চাঁদা সংগ্রহের মাধ্যমে সরকারীভাবে পল্লী অঞ্চলে বিভিন্ন ধরনের নিরাপদ পানির উৎস স্থাপন/পুনঃস্থাপন/পুর্নবাসন করণঃ
সহায়ক চাঁদার পরিমান
গভীর নলকুপ স্থাপন | অগভীর নলকুপ স্থাপন | অগভীর নলকুপ পুনঃস্থাপন | রিংওয়েল স্থাপন | রিংওয়েল পুর্নবাসন | ||
৬নং পাম্পযুক্ত নলকুপ | তারা পাম্পযুক্ত নলকুপ | ৬নং পাম্পযুক্ত নলকুপ | তারা পাম্পযুক্ত নলকুপ | |||
৪৫০০/- | ৪৫০০/- | ১০০০/- | ১৫০০/- | ১০০০/- | ২০০০/- | ১০০০/- |
২। পৌর এলাকায় পানি সরবরাহ ব্যবস্থার বিভিন্ন স্থাপনাদি নির্মান এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষনের জন্য পৌর কর্তৃপক্ষের নিকট হস্তান্তর।
৩। নিরাপদ পানির উৎস স্থাপনে জনগনকে পরামর্শ প্রদান।
৪। স্যানিটেশন সম্পর্কে জনগনকে উদ্ভুদ্ধকরণ।
৫। স্যানিটারী ল্যাট্রিন স্থাপন ও ব্যবহার সম্পর্কে জনগনকে পরামর্শ প্রদান।
৬। জরুরী প্রয়োজনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরাধীন সকল উপজেলা অফিসে বিনামূল্যে পানিতে আর্সেনিকের উপস্থিতি নির্ণয়।
৭। ফি প্রদান সাপেক্ষে ল্যাবরেটরীতে পানির গুনাগুন পরীক্ষাকরণ।
৮। নলকুপ মেরামতের জন্য নির্ধারিত মূল্যে খুচরা যন্ত্রাংশ সরবরাহ ও কারিগরী সহায়তা প্রদান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস